সেন্টার ফর এথিক্স এডুকেশন এর উদ্যোগে ঢাকার ফার্মগেট এলাকায় অবস্থিত আইডিয়াল কমার্স কলেজে নৈতিক শিক্ষা কোর্স শুরু হয়েছে। গত মে ৮, ২০১৮ তারিখে সিইই এর পরিচালক প্রফেসর ড. মিজানুর রহমান এই কোর্সের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে নৈতিক শিক্ষা বিষয়ে আলোচনা করেন সাবেক প্রধান তথ্য কমিশনার প্রফেসর ড. গোলাম রহমান, দুদকের মহাপরিচালক জনাব মাহমুদ হাসান, আইডিয়াল কমার্স কলেজ পরিচালনা পর্ষদ চেয়ারম্যান ড. এম এ হালিম পাটোয়ারী, নাবিক-এর প্রতিনিধি জনাব আবু বকর আহমেদ, অধ্যক্ষ জনাব বিল্লাল হোসেন এবং সিইই-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর জনাব মো. সাইফুজ্জামন রানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদানের পাশাপাশি সঞ্চালনা করেন সিইই এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কাজী আলী রেজা। এই অনুষ্ঠানের কলেজের শিক্ষার্থী, শিক্ষকসহ প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।