ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনিস্টিটিউট এর সাথে সেন্টার ফর এথিক্স এডুকেশন (সিইই) এর নৈতিক শিক্ষা কার্যক্রমের যাত্রা হলো শুরু। গত ১১ নভেম্বর ২০১৮ তারিখে দুপুর সাড়ে বারটায় নৈতিক শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা বক্তব্য দেন অত্র ইনিস্টিটিউট-এর পরিচালক প্রফেসর ড. এম এ হামিদ। নৈতিকতার ধারণা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন সিইই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কাজী আলী রেজা। সিইই বিষয়ে আরো আলোচনা করেন সেন্টারের প্রকল্প সমন্বয়কারী জনাব আনিসুল কবির জাসির। সিইই-এর কার্যক্রমের উপর সংক্ষিপ্ত উপস্থানাসহ বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার্থীদের জন্য নৈতিক শিক্ষা কোর্সের আলোচ্যসূচি সংক্রান্ত কর্মশালাটি পরিচালনা করেন সেন্টারের প্রোগ্রাম সমন্বয়কারী জনাব মো. সাইফুজ্জামান রানা। এই সেশনটি দুপুর সাড়ে বারটায় শুরু হয়ে চলে দুইটা পর্যন্ত। এতে স্বাস্থ্য অর্থনীতি ইনিস্টিটিউট এর শিক্ষকসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা মিলে মোট ৬০ জন অংশগ্রহণ করেন। এই কর্মশালাটির প্রধান উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা কার্যক্রম শুরু করার পাশাপাশি স্নাতক স্তরের নৈতিক শিক্ষার পাঠ্যসূচি কী হতে পারে সে বিষয়ে শিক্ষার্থী এবং শিক্ষকদের মতামত গ্রহণ এবং তা পর্যালোচনা শেষে একটি পাঠ্যসুচি প্রস্তুত করা।

