গত ১৬ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে ঢাকার ফর্মগেট এলাকায় অবিস্থত আইডিয়াল কমার্স কলেজে সেন্টার ফর এথিক্স এডুকেশন কর্তৃক পরিচালিক নৈতিক শিক্ষা কার্যক্রম পিরিদর্শন করেন নাবিক প্রতিনিধি ড. আবু বকর আহমেদ। তিনি সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পরপর দুটি সেশনে উপস্থিত থেকে শ্রেণিভিত্তক নৈতিক শিক্ষা কোর্স কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং সেশন শেষে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। নিয়মিত কোর্সের অংশ হিসেবে “নিজের কাজ নিজে করি” বিষয়টিরি উপর সেশন পরিচালনা করেন নিইই এর প্রোগ্রাম সমন্বয়কারী জনাব মো. সাইফুজ্জামন রানা।
আলোচনা, প্রশ্ন-উত্তর এবং অনুশীলনী মূলক পদ্ধতির সমন্বয়ে এই সেশনটি পরিচালিত হয়। এখানে উল্লেখ্য যে একাদশ বালিকা এবং একাদশ বালক এই উভয় শাখায় নৈতিক শিক্ষা কোর্সটি পরিচালিত হয়ে আসছে। কলেজের শিক্ষক জনাব বাসার স্যার সেশনটি আয়োজন ও পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।