সমাজের বেশিরভাগ অনিয়ম, দুর্নীতি, শোষন এবং বঞ্চনার মূল কারণ হলো মানুষের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে নীতি ও নৈতিকতা অভাব। এখন প্রশ্ন হলো কিভাবে মানুষের মাঝে নৈতিক এবং মানবিক মূল্যবোধের জাগরণ ঘটানো যাবে? এর সহজ কোন পথ আমাদের জানা নেই; তবে আমরা এটা বিশ্বাস করি যে, নৈতিক ও মানবিক মূলবোধ সংক্রান্ত বিষয়গুলো চর্চার মাধ্যমে ব্যক্তি ভিতর নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগানো সম্ভব।
আমরা সেন্টার ফর এথিক্স এডুকেশন দেশের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে নৈতিক মূল্যবোধ জাগ্রত করণ বিষয়ক “ নৈতিক শিক্ষা” কোর্স পরিচালনা করছি গত ছয়/সাত মাস ধরে। গত ২০ নভেম্বর ২০১৮ তারিখটি ছিলো প্রথম আলো মডেল হাইস্কুলে সেই নৈতিক সেশনের এ বছরের শেষ ক্লাস বা সেশন। অন্যদিকে ২২ তারিখ ছিলো ঢাকা আহ্ছানিয়া মহিলা মিশন উচ্চ বিদ্যালয়ে এ বছরের নৈতিক ক্লাসের শেষ দিন। দুই দিনই এই প্রতিবেদক উপস্থিত সেশনে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাথে নৈতিক অনৈতিক নানা বিষয় নিয়ে আলাপ করেছেন।
বিগত কয়েক মাসের নৈতিক ক্লাসের ফলে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতার জাগরণ বয়ে গিয়েছে, এটা যেমন আমরা মনে করি না; তেমনি কোন পরিবর্তন যে হবে না সেটাও না। এখন কোর্সে অংশ নেয়া শিক্ষার্থীরা জানেন কোনটা ঠিক আর কোনটা বেঠিক। এখন তাঁরা রাস্তা পারাপারের জন্য নির্দিষ্ট স্থান এবং ফুটওভার ব্রীজ ব্যবহার করেন। তাঁরা এখন এখানে সেখানে ময়লা ফেলা থেকে নিজেকে বিরত রাখেন। নিজের অবসরের সময়টায় পরিবারে মা-বাবা কিংবা অন্য সদস্যদের কাজে সহযোগিতা করেন। কেউ কেউ ক্লাসের পাঠ্য বই এর পাশাপাশি গল্প, উপন্যাস পড়ায় মনোযোগি হয়েছেন। নিজ নিজ উদ্যোগে নিজের ঘর এবং ক্লাসরুম পরিষ্কার করার পাশাপাশি কেউ কেউ আবার অসহায় মানুষের পাশে দাড়াচ্ছেন। অসুস্থ্য কিংবা অন্ধ ব্যক্তিতে রাস্তা পার হতে সাহায্য করছেন।
সত্যি কথা বলতে কি বৃহত্তর অনিয়ম ও অব্যবস্থার তুলনায় এগুলো কিছুই না; তবুও বলবো এই সব ছোট ছোট পরিবর্তনের ভিতর দিয়ে একদিন আমরা পাবো নৈতিক ও মানবিক মূলোবোধে বলীয়ান তরুণ প্রজন্ম যাঁরা এই সমাজ ও বিশ্ব থেকে দূর করবে যত সব অনিয়ম ও অমানবিতার চর্চা।