সম্পতি আহছানিয়া মিশন কলেজে স্বাস্থ্যঝুঁকি ও নৈতিকতা বিষয়ক একটি সেশন পরিচালনা করে সেন্টার ফর এথিকস এডুকেশন(CEE)।সেশনের শেষে তারা স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিজেদের ক্লাস রুম পরিষ্কার করে এবং শেষে প্রিন্সিপাল স্যার এর সাথে দেখা করে ক্যান্টিনের খাবারের মান সম্পর্কে জানায়, এবং মান নিয়ন্ত্রণ করার জন্য প্রিন্সিপাল স্যার ও ভাইস প্রিন্সিপাল স্যারকে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করার সাথে আগামী সপ্তাহে ছাত্ররা নিজেরাই তাদের ক্যাম্পাস পরিষ্কার করবে সেই অনুমতি নেয়। এর পেক্ষিতে পিন্সিপাল স্যার ছাত্রদেরকে বলেন ক্যান্টিনে কোনো বাসি খাবার পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও ছাত্ররা স্কুলের সামনের চাচামিয়াকে (খাবার বিক্রেতা) স্বাস্থ্যঝুঁকি ও নৈতিকতা বিষয়ে বুঝানোর সিন্ধান্ত নেয়, যাতে খাবারে কোনো অস্বাস্থকর ও ভেজাল দ্রব্য ব্যবহার না করে। ছাত্ররা সেন্টার ফর এথিকস এডুকেশনের (CEE) কাজে আবেদন করে স্কুলে ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা নেই তাই CEE থেকে কিছু ডাস্টবিন এর ব্যবস্থা করা হলে শ্রেণি কক্ষের পাশাপাশি তাদের ক্যাম্পাসও সব সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখবে বলে জানিয়েছে।
সেশনটি পরিচলিনা করে CEE ভলান্টিয়ার আকাশ সাহা।